Dhaka 12:52 am, Monday, 8 December 2025

রাজবাড়ী কালুখালীতে গরু বোঝাই ট্রাক উল্টে নিহত ২ আহত ৮

রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গরুবোঝাই একটি ট্রাক উল্টে ২ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন। এ সময় দুটি গরুরও মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন মধুপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ও একই থানার আবদালপুর গ্রামের রশিদ ইসলামের ছেলে রফিকুল ইসলাম। এ ঘটনায় আহত ৮ জনের সবাই একই এলাকার বাসিন্দা এবং দুর্ঘটনা কবলিত ট্রাকেই ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়ার মধুপুর এলাকা থেকে ১৪টি গরু নিয়ে একটি ট্রাক ঢাকার একটি হাটে বিক্রির উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটিতে ১৪টি গরুর পাশাপাশি ১০ জন গরুর মালিক বা সহযোগী ছিলেন, তারা ট্রাকের উপরে বসা অবস্থায় যাত্রা করছিলেন। রাজবাড়ী কালুখালীর বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা কে পাশ কাটাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। সঙ্গে সঙ্গে খবর পেয়ে কালুখালী উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত ৮ জনের মধ্যে কয়েকজনকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনায় ট্রাকে থাকা দুটি গরুও ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার বিষয়ে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ‘ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। ব্যাটারি চালিত একটি অটোকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে খাদের মধ্য পড়ে যায়। আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছাই এবং উদ্ধার তৎপরতা চালাই। ঘটনাস্থলেই দুই জন মারা গেছেন। এখনও ঘটনাস্থলে আমাদের দল কাজ করছে।’

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী কালুখালীতে গরু বোঝাই ট্রাক উল্টে নিহত ২ আহত ৮

Update Time : 09:55:50 pm, Saturday, 31 May 2025

রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গরুবোঝাই একটি ট্রাক উল্টে ২ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন। এ সময় দুটি গরুরও মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন মধুপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ও একই থানার আবদালপুর গ্রামের রশিদ ইসলামের ছেলে রফিকুল ইসলাম। এ ঘটনায় আহত ৮ জনের সবাই একই এলাকার বাসিন্দা এবং দুর্ঘটনা কবলিত ট্রাকেই ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়ার মধুপুর এলাকা থেকে ১৪টি গরু নিয়ে একটি ট্রাক ঢাকার একটি হাটে বিক্রির উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটিতে ১৪টি গরুর পাশাপাশি ১০ জন গরুর মালিক বা সহযোগী ছিলেন, তারা ট্রাকের উপরে বসা অবস্থায় যাত্রা করছিলেন। রাজবাড়ী কালুখালীর বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা কে পাশ কাটাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। সঙ্গে সঙ্গে খবর পেয়ে কালুখালী উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত ৮ জনের মধ্যে কয়েকজনকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনায় ট্রাকে থাকা দুটি গরুও ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার বিষয়ে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ‘ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। ব্যাটারি চালিত একটি অটোকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে খাদের মধ্য পড়ে যায়। আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছাই এবং উদ্ধার তৎপরতা চালাই। ঘটনাস্থলেই দুই জন মারা গেছেন। এখনও ঘটনাস্থলে আমাদের দল কাজ করছে।’

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।