
শুক্রবার গাজীপুরের কালীগঞ্জের সদরে ও উলুখোলা বাইপাস পৃথক দুটি ঘটনায় এক নারী ও মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে কালিগঞ্জ শ্রমিক কলেজ সংলগ্ন টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কে দ্রুতগামী ট্রাক লেগুনাকে মুখোমুখী ধাক্কা দিলে উত্তরা থেকে কালীগঞ্জগামী লেগুনা যাত্রী ফাতেমা বেগম, স্বামী সামছুদ্দিন, ১০ সেক্টর উত্তরাসহ চালাক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে বিকাল সাড়ে ৪ টায় চিকিৎসারত অবস্থায় মহিলাটি মারা যায়।
লেগুনার ড্রাইভার সহ আরো কয়েকজন যাত্রী গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আছে।
অন্যদিকে, গাজীপুর-ভুলতা এশিয়ান হাইওয়ের উলুখোলা সড়কে কেটুন জোড়া পাম্প সংলগ্ন মোটর চালক বগুড়া শেরপুরের সজিব ইসলাম ঘটনাস্থলে মারা যায়, স্থানীয়রা আড়াই হাজারের আবুল হোসেনের ছেলে ট্রাক চালক মো জুয়েল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ তরেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো আলাউদ্দিন জানান,ট্রাক দুটি আটক করা হয়েছে এ বিষয়ে দুটি হত্যা মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান।