
স্টাফ রিপোর্টার: মোঃ কেফায়েত উল্লাহ শরীফ।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকদ্রব্য উদ্ধার করেছে আউলিয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে এসআই নির্মলেন্দু চাকমা সঙ্গীয় ফোর্স সহ ভোর সোয়া ৪ টায় থানাধীন পাহাড়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দোরানাল সাকিনে জাঙ্গালের খালপাড়ে ধানীয় জমির পাশে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১.দুলাল খন্দকার , পিতা : মৃত আব্দুর রশীদ খন্দকার ২ . টিটু খন্দকার . পিতা : মতিউর রহমান খন্দকার
৩: স্বপন মিয়া পিতা: গাফফার চৌধরী
সর্ব সাং: ধোরানাল, ৪.কালু মিয়া পিতা : রোস্তম আলী ৫.আলমগীর মিয়া পিতা : বাছির মিয়া
সর্ব সাং: লক্ষ্মীপুর পাহাড়পুর, বিজয়নগর অবৈধ ভারতীয় ৬০ কেজি গাঁজা রেখে দৌড়ে পালিয়ে যায়। গাঁজা গুলো জব্দতালিকা মূলে জব্দ করে,এ সংক্রান্ত থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।
মর্মে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।