
হবিগঞ্জের মাধবপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ১,০০০ পিস ইয়াবাসহ দুইজন নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকা থেকে চৌমুহনী-ধর্মঘরগামী পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির অফিসার এসআই হরিধন দেবনাথ জানায়, সন্দেহজনকভাবে চলাফেরা করায় দুই নারীকে আটক করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক মহিলা পুলিশ দ্বারা দেহ তল্লাশির মাধ্যমে লাল স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০টি করে মোট ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সৈয়দ নিশাদঃ 












