Dhaka 5:35 pm, Thursday, 6 November 2025

কমলগঞ্জে শুরু মণিপুরীদের ১৮৩তম মহারাসলীলা উৎসব শুরু

কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা শুরু হয়েছে।

আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল, এবং শঙ্খধ্বনির মধ্য দিয়ে শিশুদের রাখাল নৃত্যের এই উৎসব শুরু হয়। ভক্তরা নৃত্যরত শিল্পীদের বাতাসা ও টাকা উপহার দেন। উৎসব উপলক্ষে মণিপুরীপাড়া নানা ঐতিহ্যবাহী সাজে মেতে উঠেছে। মূল রাসলীলা রাত ১১টা থেকে শুরু হয়ে পরের দিন ভোর পর্যন্ত চলবে।
বাঁশ ও কাগজ কেটে বিশেষ কারুকাজে রাসের মণ্ডপ তৈরি করা হয়েছে।মণ্ডপের দক্ষিণ-পশ্চিম কোণে বসেন রাসধারী বা রাসের গুরু, সূত্রধারী, এবং বাদকরা। পাশাপাশি তিনটি মণ্ডপে তরুণীরা রাসলীলায় অংশ নেন।

রাসের সাধারণ ক্রম অনুযায়ী সূত্রধারী কর্তৃক রাগালাপ ও বন্দনা, বৃন্দার কৃষ্ণ আবাহন, কৃষ্ণ অভিসার, রাধা ও সখীদের অভিসার, রাধা ও কৃষ্ণের সাক্ষাৎ ও মান-অভিমান, ভঙ্গীপর্ব, রাধার কৃষ্ণ-সমর্পণ, যুগলরূপ প্রার্থনা, এবং আরতির মতো বিষয়গুলো পরিবেশিত হয়।
কমলগঞ্জ উপজেলার মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে দুপুর ১২টা থেকে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য শুরু হয়। রাত ১১টায় জোড়া মণ্ডপে মহারাসলীলার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এবার মাধবপুর জোড়া মণ্ডপে ১৮৩তম রাস উৎসব পালিত হচ্ছে। এছাড়া, কমলগঞ্জের আদমপুরে মণিপুরী মৈতেই সম্প্রদায়ের আয়োজনে ৪০তম রাসোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
রাসোৎসবকে কেন্দ্র করে মাধবপুর ও আদমপুরের মণ্ডপগুলো সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে সাজানো হয়েছে। আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কমলগঞ্জে শুরু মণিপুরীদের ১৮৩তম মহারাসলীলা উৎসব শুরু

কমলগঞ্জে শুরু মণিপুরীদের ১৮৩তম মহারাসলীলা উৎসব শুরু

Update Time : 05:34:17 pm, Thursday, 6 November 2025

কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা শুরু হয়েছে।

আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল, এবং শঙ্খধ্বনির মধ্য দিয়ে শিশুদের রাখাল নৃত্যের এই উৎসব শুরু হয়। ভক্তরা নৃত্যরত শিল্পীদের বাতাসা ও টাকা উপহার দেন। উৎসব উপলক্ষে মণিপুরীপাড়া নানা ঐতিহ্যবাহী সাজে মেতে উঠেছে। মূল রাসলীলা রাত ১১টা থেকে শুরু হয়ে পরের দিন ভোর পর্যন্ত চলবে।
বাঁশ ও কাগজ কেটে বিশেষ কারুকাজে রাসের মণ্ডপ তৈরি করা হয়েছে।মণ্ডপের দক্ষিণ-পশ্চিম কোণে বসেন রাসধারী বা রাসের গুরু, সূত্রধারী, এবং বাদকরা। পাশাপাশি তিনটি মণ্ডপে তরুণীরা রাসলীলায় অংশ নেন।

রাসের সাধারণ ক্রম অনুযায়ী সূত্রধারী কর্তৃক রাগালাপ ও বন্দনা, বৃন্দার কৃষ্ণ আবাহন, কৃষ্ণ অভিসার, রাধা ও সখীদের অভিসার, রাধা ও কৃষ্ণের সাক্ষাৎ ও মান-অভিমান, ভঙ্গীপর্ব, রাধার কৃষ্ণ-সমর্পণ, যুগলরূপ প্রার্থনা, এবং আরতির মতো বিষয়গুলো পরিবেশিত হয়।
কমলগঞ্জ উপজেলার মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে দুপুর ১২টা থেকে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য শুরু হয়। রাত ১১টায় জোড়া মণ্ডপে মহারাসলীলার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এবার মাধবপুর জোড়া মণ্ডপে ১৮৩তম রাস উৎসব পালিত হচ্ছে। এছাড়া, কমলগঞ্জের আদমপুরে মণিপুরী মৈতেই সম্প্রদায়ের আয়োজনে ৪০তম রাসোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
রাসোৎসবকে কেন্দ্র করে মাধবপুর ও আদমপুরের মণ্ডপগুলো সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে সাজানো হয়েছে। আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।