
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস মহোদয়কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোয়ালন্দ পৌর কৃষক দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার (৩ রা নভেম্বর) সকাল ১১টায় উপজেলা
নিবার্হী অফিসাররে কার্যালয়ে পৌর কৃষকদলের
পক্ষ থেকে নবাগত ইউএনও-কে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাঁকে গোয়ালন্দ উপজেলায় স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সভাপতি কাশেম মন্ডল ও সাধারণ সম্পাদক
মজিবুর রহমান মাজি মোল্লা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সরদার, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, গোয়ালন্দ পৌর কৃষক দলের নেতা আকবর আলী সরদার , শ্রমিক দলের নেতা মো. রফিকুল ইসলাম প্রমুখ।
গোয়ালন্দ পৌর বিএনপি’র সভাপতি ও সাধারণ
এবং অন্যান্য নেতৃবৃন্দরা নবাগত ইউএনও সাথী দাস-কে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর পূর্বের কর্মজীবনের অভিজ্ঞতা গোয়ালন্দ উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সাহায্য করবে। তারা উপজেলার সার্বিক উন্নয়নে ইউএনও-কে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস গোয়ালন্দ কৃষক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, গোয়ালন্দ উপজেলার উন্নয়ন ও জনগণের সেবায় তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। এই কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
ছবি যুক্ত:-
শেখ আব্দুর রাজ্জাক, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ 











