
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় এলটিএম পদ্ধতিতে ২০২৪-২০২৫ অর্থ বছরের এডিবির ট্রেন্ডার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪শে জুন) বিকালে পৌরসভার মিটিং রুমে এ ট্রেন্ডার অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম। রেহেনা পারভিন, উপসহকারী প্রকৌশলি গোয়ালন্দ পৌরসভা ও ইউনুস হোসেন বিপ্লব, বাজার পরিদর্শক গোয়ালন্দ পৌরসভা সহ সকল ঠিকাদারগণ। এই ট্রেন্ডারে মোট ৭টি প্যাকেজের বিপরীতে ১৩৮টি ঠিকাদার প্রতিষ্ঠান অংশ করে। যার মোট দরপত্র ধরা হয়েছে ৪৮ লাখ টাকা। প্রতিটি প্যাকের বিপরীতে ২৫টি ঠিকাদার প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। প্রতিটি প্যাকেজ হতে ২জন করে মোট ১৪টি ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে নির্বাচিত প্রথম ৭টি ঠিকাদার প্রতিষ্ঠানকে জামানতের টাকা যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে।
এরআগে প্রথম দফায় গত ২৮শে এপ্রিল-২০২৫ ও গত ২২শে মে-২০২৫ দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করা হয়। যা জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ১৮ই জুন-২০২৫।এ বিষয়ে গোয়ালন্দ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম খান বলেন, আজ গোয়ালন্দ পৌরসভায় শতভাগ সচ্ছলতা নিয়ে এডিবির ট্রেন্ডার অনুষ্ঠিত হয়েছে । আমি আশা করছি যেসমস্ত ঠিকাদার প্রতিষ্ঠান ট্রেন্ডার পেয়েছে তারা শতভাগ সচ্ছলতার কাজটা করবে। সেই সাথে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করবে।