
দেশী ফল বেশী খাই, আসুন আমরা গাছ লাগাই স্লোগানকে সামনে রেখে আজ ২৪ জুন মঙ্গলবার বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান।
উপজেলা কৃষি অফিসের অডিটোরিয়াম প্রাঙ্গনে আয়োজিত মেলায় ৭৬ প্রজাতের বিভিন্ন ফল প্রদর্শন করা হয়েছে। এসময় আগত অতিথিবৃন্দ ফল মেলায় প্রদর্শীত বিভিন্ন ফলের ষ্টল পরিদর্শন করেন। শেষে ফল জাতীয় গাছ রোপনের গুরুত্বারোপ করে আলোচনা করেন বালিয়াকান্দি উপজেলা প, প কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন, উপজেলা মৎস্য অফিসার তানভীর হোসেন, উপজেলা প্রণি সম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার প্রমুখ। এই মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে।