
ফরিদপুরের নগরকান্দা থানার রামনগর ইউনিয়নের দুলার ডাংগী এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে নিখোঁজ এক বৃদ্ধার গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত নারীর নাম কমলী রানী (৭৫)। তিনি গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানায় পরিবার।
আজ দুপুরে দুলার ডাংগী ফসলি জমির মাঠের একটি জলজ উদ্ভিদে ঢাকা পরিত্যক্ত পুকুরে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহতার ছেলে কদম জানান, “আমার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। চার দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “লাশটি উদ্ধার করে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, এমন পরিত্যক্ত জলাশয়গুলোতে নিয়মিত নজরদারি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া জরুরি।