
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় রাতে অপরুপ সৌন্দর্য ছাড়াচ্ছে চিত্রনায়িকা রোজিনার নিজ অর্থায়নে নির্মিত “দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ। অতি সুন্দর
ঝিলিমিলি বাতির আলোয় এলাকায় আলোকিত হচ্ছে প্রতিনিয়ত রাতের বেলা।
নায়িকা চিত্রনায়িকা রোজিনা ৮০ দশকে জনপ্রিয় চিত্র নায়িকা হিসাবে সুনাম অর্জন করেন। তিনি রাজবাড়ী জেলা গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ড জুড়ান মোল্লা পাড়া তার গ্রামের বাড়িতে মায়ের নামে ওয়াকফাকৃত ৮ শতাংশ জায়গার উপর তুরস্কের নকশায় আধুনিক মসজিদ নির্মাণ করেন। জানা গেছে উক্ত মসজিদ নির্মাণ করতে প্রায় ২ কোটি টাকা ব্যয় হয়েছে। চিত্র নায়িকা রোজিনার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়া এলাকায়।
্এই মসজিদে পুরুষের পাশাপাশি যথাযথ পর্দার সাথে মহিলাদের জন্য নামাজ আদায়ের সুন্দর ব্যবস্থা রয়েছে এবং শিশুদের আরবি শিক্ষার মক্তব চালু আছে । আজ ২১ শে জুন শনিবার সন্ধ্যার পরে সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক লোকজনের ভীড় জমেছে মসজিদটি দেখার জন্য। আরো দেখা গেছে বিভিন্ন রঙের লাল, নীল রঙের বাতির ঝিকমিকি আলো দেখে মন জুড়িয়ে যায়। স্থানীয় গোয়ালন্দ পৌর জাকের পার্টির সভাপতি শেখ মোঃ শহিদুল ইসলাম জানান, এই মসজিদের পাশেই আমার বাসা, প্রতিদিন রাতে এই মসজিদ দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকজন তো আসেই প্রতি ওয়াক্ত নামাজে অনেক মুসুল্লির সমাগম ঘটে । তিনি আরো বলেন চিত্র নায়িকা রোজিনা আপার নির্মিত দশ গম্বুজ মসজিদ টি ভিতরে ও বাইরে অনেক সুন্দর। তবে রাতের বেলা আরো বেশি সুন্দর দেখায়।
স্হানীয় সুত্রে জানা গেছে ২০২০ সালের পহেলা এপ্রিল শুক্রবার জনপ্রিয় চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে এই মসজিদটি উদ্বোধন করেন। তার আগে বিগত ২ বছর একটানা ঐ মসজিদের নির্মাণ কাজ শেষ হয়।
১০ টি গম্বুজ, সামনের দুটি মিনার ও মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে মসজিদে। সুন্দর সুন্দর বাতি, লাইটিং ও ঝিক মিকি আলোর কারণে মসজিদটির সৌন্দর্য বেড়েছে।
স্হানীয় লোকজন বলেন চিত্র নায়িকা রোজিনা বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র সম্মামনা পুরস্কার পেয়েছেন।তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সহোযোগিতা করে থাকেন। এলাকায় অসহায় গরীব দুঃখী, ও অসুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন গোয়ালন্দ উপজেলার কৃতিত্ব এই জনপ্রিয় চিত্র নায়িকা রোজিনা।