
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে মনিরা বেগম ওরফে ছকিনা (৪২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. মিঠু শেখের বিরুদ্ধে। শুক্রবার (২০ জুন) বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মিঠু শেখের নিজ বাড়ি থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মনিরা বেগম বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মমিন শেখের মেয়ে।
নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, ২০০১সালে বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের আব্দুর রব শেখের ছেলে মিঠু শেখের সাথে মনিরা বেগমের পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে মিঠু ও মনিরার সংসারে অশান্তি সৃষ্টি হয়ে। মিঠু শেখ পরকীয়াতে আসক্ত হয় বলে অভিযোগ করেন মনিরার স্বজনেরা। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। শুক্রবার সকাল ৬টায় তার মরদেহ দেখতে পায় মিঠু শেখের পরিবারের অন্য সদস্যরা। মনিরা বেগমের পাঁচ বছর বয়সী মেয়ে মীম বলেন, আমার আব্বু আর আম্মু ঘুমাতে যায় অনেক রাতে আব্বু আম্মুকে টানাটানি করতে থাকে। তখন আমার ঘুম ভেঙ্গে যায় এক পর্যায় আমার আব্বু আমার আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, পরে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে।
এ বিষয়ে রাজবাড়ীর সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার বলেন, সকালে বালিয়াকান্দি থানা পুলিশ মনিরার মরদেহ উদ্ধার করে। তাকে হত্যা করা হতে পারে বলে আমরা ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে তার স্বামী মিঠু শেখকে আটক করা হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত অথবা ইন্দ্রন দিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।