Dhaka 10:39 am, Saturday, 6 December 2025

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় জিরা আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযানে ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় জিরা আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনা— “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—কে সামনে রেখে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও যেকোনো ধরনের চোরাচালান রোধে ২৫ বিজিবির নজরদারি আরও কঠোর করা হয়েছে।

এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫টা নাগাদ সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকামুখী একটি ট্রাক ইসলামপুর এলাকায় থামিয়ে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। এ সময় ট্রাকটিতে লুকানো অবস্থায় ৩,০০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। ট্রাকসহ জব্দকৃত জিরার মোট মূল্য ৯৪ লাখ টাকা বলে জানায় বিজিবি।

জব্দ করা ট্রাক ও ভারতীয় জিরা আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান দমনে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন চোরাচালানবিরোধী কার্যক্রম চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগরপুরে দাঁড়িপাল্লা প্রতীক সম্বলিত তোরণ নির্মাণ করলেন সাবেক শিবির নেতা মো. কোরবান আলী

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় জিরা আটক

Update Time : 06:24:54 pm, Thursday, 4 December 2025

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযানে ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় জিরা আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনা— “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—কে সামনে রেখে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও যেকোনো ধরনের চোরাচালান রোধে ২৫ বিজিবির নজরদারি আরও কঠোর করা হয়েছে।

এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫টা নাগাদ সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকামুখী একটি ট্রাক ইসলামপুর এলাকায় থামিয়ে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। এ সময় ট্রাকটিতে লুকানো অবস্থায় ৩,০০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। ট্রাকসহ জব্দকৃত জিরার মোট মূল্য ৯৪ লাখ টাকা বলে জানায় বিজিবি।

জব্দ করা ট্রাক ও ভারতীয় জিরা আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান দমনে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন চোরাচালানবিরোধী কার্যক্রম চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে।