ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযানে ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় জিরা আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনা— “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—কে সামনে রেখে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও যেকোনো ধরনের চোরাচালান রোধে ২৫ বিজিবির নজরদারি আরও কঠোর করা হয়েছে।
এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫টা নাগাদ সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকামুখী একটি ট্রাক ইসলামপুর এলাকায় থামিয়ে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। এ সময় ট্রাকটিতে লুকানো অবস্থায় ৩,০০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। ট্রাকসহ জব্দকৃত জিরার মোট মূল্য ৯৪ লাখ টাকা বলে জানায় বিজিবি।
জব্দ করা ট্রাক ও ভারতীয় জিরা আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান দমনে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন চোরাচালানবিরোধী কার্যক্রম চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে।