
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মধুর বাড়ির বাসিন্দা মোঃ উসমান মিয়ার স্ত্রী মোছাঃ নুরজাহান বেগম গত শনিবার, ২৯ নভেম্বর, দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ নুরজাহান বেগম একজন ভারসাম্যহীন ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির বিবরণ
নাম: মোছাঃ নুরজাহান বেগম
স্বামী: মোঃ উসমান মিয়া
ঠিকানা: শ্রীপুর, মধুর বাড়ি, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া
বয়স: আনুমানিক ৪২ বছর
গায়ের রং: শ্যামবর্ণ
উচ্চতা: প্রায় ৫ ফুট
পরনে ছিল: টিয়া রঙের মেক্সি
পারিবারিক অবস্থা: দুই ছেলে ও এক মেয়ে—
বড় ছেলে: ২১ বছর
মেয়ে: ১৮ বছর
ছোট ছেলে: মাত্র ৭ বছরের ছোট্ট শিশু ।
নিখোঁজ নুরজাহানের সাত বছরের ছোট্ট শিশুটি বারবার মাকে খুঁজে পেতে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই, সাত বছরের ছোট্ট শিশু প্রতিনিয়তে মাকে ডাকাডাকি করে, মা তুমি কোথায়, মা তুমি চলে আসো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, এভাবেই ছোট্ট শিশুটি কান্নাকাটি করে প্রতিদিন।
স্বজনরা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার পর তাকে আশপাশের এলাকা ও আত্মীয়স্বজনদের বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। বহু অনুসন্ধানের পরও কোনো সন্ধান না পেয়ে মোঃ উসমান মিয়া বিজয়নগর থানায় লিখিতভাবে একটি নিখোঁজ ডায়েরি করেছেন।
দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের কাছে বিনীত অনুরোধ— যদি কেউ মোছাঃ নুরজাহান বেগম–এর কোনো সন্ধান পান বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে দয়া করে নিচের যেকোনো নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
যোগাযোগ:
📞 01789-193665 📞 01310-242471
মানবিক দিক বিবেচনায় নিখোঁজ নুরজাহান বেগমকে খুঁজে পেতে সহযোগিতা করুন। তার অসহায় ছোট্ট সন্তানসহ পুরো পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বলে জানান, স্থানীয় পাড়া প্রতিবেশীরা।
মোঃ শামীম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ 















