
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যৌথবাহিনির অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি, দেশীয় অস্ত্র এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।রবিবার (৩০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ও গোয়ালন্দঘাট থানার এসআই মো. আব্বাস মিয়া সঙ্গীয় ফোর্সসহ উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া এলাকায় মো. শাজাহান সরদারের ছেলে মো. আশিক সরদারের (২৩) বাড়ীতে অভিযান চালিয়ে তাঁর লাকড়ি রাখার ঘর থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৯ মিমি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল এবং ২৫০ সিসি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত মো. আশিক সরদার সুকৌশলে পালিয়ে যায়।
এবিষে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, আশিক সরদারকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। তবে আসামিকে গ্রেপ্তারে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
শেখ আব্দুর রাজ্জাক, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ 















