
জনতার দলের পক্ষ থেকে গাজীপুরসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন জনতার দল গাজীপুর জেলার সদস্য সচিব আবু জাফর (রিপন)।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ত্যাগই হচ্ছে পবিত্র ঈদ-উল-আযহার মহাত্ম। ঈদ-উল-আযহা আমাদেরকে সামাজিক বৈষম্য দূরীকরণ,শোষণমুক্তও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানির অনুপ্রেরণা দেয়। ত্যাগও কুরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সমাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তা’লার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
তিনি আরো বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পশু কোরবানির মাধ্যমে পালন করা হয় সুমহান ধর্মীয় অনুশাসন। কোরবানি করা পশুর রক্ত, হাড়, চামড়া, নাড়িভুঁড়ি, গোবর ইত্যাদি উচ্ছিষ্টাংশের মাধ্যমে যাতে পরিবেশ দূষিত না হয়- সেজন্য সুনির্দিষ্ট গর্তের মধ্যে পরিত্যক্ত অংশ রেখে মাটি চাপা দেওয়ার অনুরোধ জানাচ্ছি। কোরবানির বর্জ্য অপসারণ বা মাংস বিতরণে পরিবেশসম্মত ব্যাগ বা পাত্র ব্যবহার করুন।
তিনি আরও বলেন, ঈদ-উল-আযহার সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সবাইকে ঈদ এর আনন্দে শামিল করার মহৎ কাজে এগিয়ে আসুন। সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছাও ঈদ মোবারক।