
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং ঋষিপাড়ায় অভিযান চালিয়ে বিমল ঋষি(৩২) পিতা মৃত অনিল ঋষির বাড়ী থেকে ১১৭ লিটার চোলাই মদ জব্দ করেছেন নবীনগর থানা পুলিশ ।
পৌর এলাকার ৯ নং ওয়ার্ড ঋষি পাড়ায় দেশীয় চুলায় মদ হিন্দু সম্প্রদায়ের ঋষিদের কয়েকটি পরিবারের অন্যতম ব্যবসা প্রশাসন বারবার তাদের মদ তৈরির চুলা সহ বিভিন্ন সামগ্রী ধ্বংস করছে, কখনো কখনো মদ সহ নারী-পুরুষ গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছে তাতেও তাদের অবৈধ কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না। তারই ধারাবাহি কতায় গতরাতে নবীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নির্দেশন বিশাল এই দেশীয় মদ সহ বিমল কে আটক করেন থানা পুলিশ।
চোলাই মদ উদ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার এফআইআর নং-১৩, তারিখ- ১০ মে, ২০২৫; জি আর নং-১০১, তারিখ- ১০ মে, ২০২৫; সময়- বিকাল ১৬.১০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ২৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা রুজু করা হয়েছে