
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে ২টি সুইচ গিয়ার চাকুসহ ৩জন আসামিকে গ্রেফতার করেছে গোয়ালনন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেফতার কৃত আসামিরা হলো,১/নারায়ণগঞ্জ জেলা ফতুল্লার শিবু মার্কেট কায়েমপুর রনির বাড়ির ভাড়াটিয়া এপি ভোলা জেলার লাল মোহন থানার ৮নং ওয়ার্ডের পশ্চিম চরমেদ গ্রামের আলাউদ্দিন ও মাতা হনুফা বেগমের ছেলে নাজিমুদ্দিন (২৫),২/নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সস্তাপুর ইমাম হাজীর বাড়ির ভাড়াটিয়া, এপি জেলা ফরিদপুর কোতোয়ালি থানার গোয়ালের টিলা গ্রামের মো. জাফর ও মাতাব পারুল বেগমের ছেলে মো. সুমন (২২),৩/নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার লামা পাড়া গ্রামের বাবুলের বাড়ির ভাড়াটিয়া এপি-বরিশাল জেলার উজিরপুর থানার গাজির পাড়া গ্রামের মো. বাবুল বেপারী ও মাতা রিনা বেগমের ছেলে শুভ বেপারী (২৮)।
প্রেস নোটে থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে
১০ই মে বেলা ১:৩০ টার দিকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মো. আমিনুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোয়ালন্দ ঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে রাজবাড়ী-ঢাকা গামী রাস্তার উপর হইতে ১/নাজিমুদ্দি (২৫),২/সুমন (২২) ও শুভ বেপারী(২৮)নামে ৩ জনকে উপরোক্ত আলামত সহ আটক করে থানা পুলিশ।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলার রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে শনিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।