
নারী লোভী অশ্লীল আচরণ ও নারীদের কে কুফরি কালাম করে হত্যার হুমকি দিয়ে ভয় দেখিয়ে নারী ধর্ষণ কারী রাকিবুল ইসলাম খবিরের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধন আজ সোমবার বিকেলে গোয়ালন্দ উপজেলার উজানচর রিয়াজুদ্দিন পাড়া সরকারী
প্রাথমিক বিদ্যালয়ে মাঠে রিয়াজুদ্দিন পাড়া ও দেরাজতুল্লা মৃধা পাড়া বাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়। জানা গেছে দুষ্কৃতকারী রাকিবুল ইসলাম খবির প্রায় ২০ বছর যাবৎ এ ধরনের করে আসছে। ঐ এলাকার শত শত নারী পুরুষ উক্ত মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে অংশ গ্রহণ কারীদের অভিযোগ এই খবির অনেক দিন যাবৎ তাদের এলাকার অনেক নারীদের কে কুফরি কালামের ভয় দেখিয়ে ভয় ধর্ষণ করেছে। তারা বলেন মান ইজ্জতের ভয় কারো কাছে প্রকাশ করে নাই। ঐ এলাকার আঃ রহিম খানের মেয়ে কে কুফরি কালামের ভয় দেখিয়ে তাকে পাগল করেছে।
রিয়াজদ্দিন পাড়ার রজব মোল্লা বলেন আমার ফুফু শাহেদা কে এই খবির কুফরি কালামের ভয় দেখিয়ে ধর্ষণ করে হত্যা করেছে একই গ্রামের বাবু শেখ বলেন আমার বড় বোন শাহেদা একই কৌশলে হত্যা করেছে। জানা গেছে অতীতে শাহেদা নামক ২ জন নারী কে সু কৌশলে হত্যা করে। এটাও জানা গেছে ২ শাহেদা মৃত্যর আগে এই দুষ্কৃতকারী রাকিবুল ইসলাম খবিরের নাম বলে গেছে। এছাড়া ঐ এলাকার অনেক নারীরা উগ্রবাদী হয়ে বলে খবির আমার কুফরি কালামের ভয় দেখিয়ে হত্যার হুমকি দিয়েছে। মানববন্ধনে অংশ গ্রহণ কারীরা তাদের একটাই দাবী দুষ্কৃতকারী রাকিবুল ইসলাম খবিরের আইনের আওতায় এনে ফাঁসির দাবি করেন। তারা আরও বলেন যতক্ষণ পর্যন্ত নারী লোভী অশ্লীল আচরণ ও নারী ধর্ষক ও নারী হত্যা কারী রাকিবুল ইসলাম খবিরের ফাঁসি কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে বলে তারা জানান।