Dhaka 11:46 pm, Wednesday, 16 July 2025

আখাউড়ায় রবীন্দ্রজয়ন্তীতে সাহিত্য-সংস্কৃতির আলোচনায় মুখর রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে ১৬৪তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের উদ্যোগে এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক মানবর্দ্ধন পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহসভাপতি অরুণাভ পোদ্দার, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক তানিয়া আক্তার, সংস্কৃতিকর্মী জামিনুর রহমান এবং পাঠাগার পরিচালনা পরিষদের সদস্য কবির হোসেন কানু।

সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও বাংলাদেশ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর সাহিত্য ও চেতনায় উদ্বুদ্ধ হতে পারলে নাগরিক জীবনের সংকট ও অন্ধকার কাটিয়ে শান্তি খুঁজে পাওয়া সম্ভব। রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিকই নন, উপমহাদেশের কৃষকদের উন্নয়নে তাঁর চিন্তা-ভাবনা আজও প্রাসঙ্গিক।

আকছির এম. চৌধুরী চ্যারেটি ট্রাস্ট স্কুলের শিক্ষক তাসনিম জাহান তামান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক শিউলী আক্তার। সভাপতিত্ব করেন রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের গ্রন্থাগারিক শিরীন আক্তার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিংগারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আখাউড়ায় রবীন্দ্রজয়ন্তীতে সাহিত্য-সংস্কৃতির আলোচনায় মুখর রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগার

Update Time : 04:35:10 pm, Friday, 9 May 2025

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে ১৬৪তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের উদ্যোগে এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক মানবর্দ্ধন পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহসভাপতি অরুণাভ পোদ্দার, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক তানিয়া আক্তার, সংস্কৃতিকর্মী জামিনুর রহমান এবং পাঠাগার পরিচালনা পরিষদের সদস্য কবির হোসেন কানু।

সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও বাংলাদেশ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর সাহিত্য ও চেতনায় উদ্বুদ্ধ হতে পারলে নাগরিক জীবনের সংকট ও অন্ধকার কাটিয়ে শান্তি খুঁজে পাওয়া সম্ভব। রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিকই নন, উপমহাদেশের কৃষকদের উন্নয়নে তাঁর চিন্তা-ভাবনা আজও প্রাসঙ্গিক।

আকছির এম. চৌধুরী চ্যারেটি ট্রাস্ট স্কুলের শিক্ষক তাসনিম জাহান তামান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক শিউলী আক্তার। সভাপতিত্ব করেন রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগারের গ্রন্থাগারিক শিরীন আক্তার।