
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন চর মহিদাপুর এলাকায় চাল কুমড়া খেত থেকে পাঁচটি গাঁজার গাছ সহ একজন মাদক ব্যবসায়ি কে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম জামাল শেখ (৫০) সে গোয়ালন্দ উপজেলা উজানচর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড চর মহিদাপুর গ্রামের মালেক শেখের ছেলে। শুক্রবার বিকেলে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ রাকিবুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে অফিসার ইনচাার্জ মোঃ রাকিবুল ইসলাম এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) ফারুক হোসেন বিপিএম সঙ্গীয় ফোর্স সহ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চর মহিদাপুর ১ নং মজলিশপুর মৌজার জামাল শেখ এর কুমড়া খেতের ভেতর হইতে পাঁচটি গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী জামালকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলার রুজু হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।