
টঙ্গীতে প্রভাব বিস্তারসহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে হামলা মামলার অভিযোগ করছে। এরই জের ধরে হাসপাতালে ভর্তি রোগীর বিরুদ্ধে হামলার মামলা করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
আজ শনিবার (১০ জানুয়ারী) সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত টঙ্গী-কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আমতলীতে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ৪৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল্লা, সহ যুব বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন ভান্ডারী, ভুক্তভোগী আব্বাস আলীর স্ত্রী নাসিমা বেগম, মেয়ে আলেয়া, আসমা, শাকিব আলী, আশরাফুল হক জুয়েল, মনির হোসেন, শহিদসহ এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালত এলাকায় প্রতিপক্ষ আইয়ুব আলীগং একই এলাকার আব্বাস আলী (৭৫), ছেলে রাকীব আলী(২৭) ও তার স্ত্রী নাসিমা বেগমকে (৫৫) মারধর করে। এর পর আহতরা গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। এসময় অবস্থা খারাপ থাকায় আব্বাস আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিকেলে রাকীব আলী গাজীপুর থেকে টঙ্গী যাওয়ার পথে প্রতিপক্ষের দ্বারা গুরুতর জখম হয়ে বাবার সাথে একই হাসপাতালে ভর্তি হয়। এসব ঘটনায় থানা ও আদালতে লিখিতভাবে জানানো হয়।
এদিকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আব্বাস আলী ও তার ছেলের বিরুদ্ধে আইযুব আলী গাজীপুর সদর মেট্রো থানায় মামলা করে। মামলায় আইয়ুব আলীর গাড়ি আটকে ভাংচুর ও তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগ আনা হয়। এই মামলার পক্ষে গতকাল শুক্রবার আইয়ুব আলী প্রতিপক্ষ আব্বাস আলীর বিরুদ্ধে একই এলাকায় মানববন্ধন করেন।
অনুসন্ধানে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে বিবদমান দুই পক্ষের মধ্যে একই দিনে দুইবার হামলা-পালটা হামলার অভিযোগ উঠে। আদালত এলাকা থেকে টঙ্গী পর্যন্ত একদিনে দুই দফায় হামলায় উভয়পক্ষের ৪জন আহত হয়েছে। হামলায় গাড়ি ভাংচূর ও গুলিবর্ষনের কথা উল্লেখ করে থানায় ও মারামারির কথা উল্লেখ করে আদালতে পালটাপালটি আবেদন করেছে দুই পক্ষ। ঘটনার প্রতিবাদে পালটাপালটি মানববন্ধনও করেছেন তারা।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল মেট্রো সদর থানায়। ভিকটিমদের বাসা টঙ্গী। এ বিষয়ে সদর থানা বিস্তারিত বলতে পারবে।
এ বিষয়ে গাজীপুর মেট্রো সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, গুলির ঘটনার প্রমান পাইনি। একটি ভিডিও পেয়েছি। এই ঘটনায় মামলা হয়েছে। অপরপক্ষও অভিযোগ করেছে। তদন্ত চলমান রয়েছে।
জাহিদ হাসান প্রভাস,পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: 















