Dhaka 5:37 pm, Thursday, 8 January 2026

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের চাউড়া কবি ছানাউল হক কলেজ মাঠে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে বিপুল পরিমাণ শীতবস্ত্র বিতরণ এবং জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বছরব্যাপী আর্তমানবতার সেবায় অসহায় ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য নানাবিধ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করে।

কর্মসূচির অংশ হিসেবে চাউড়া কবি ছানাউল হক কলেজ মাঠে শতাধিক দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ, সিগন্যালস্ অধিনায়ক সরাই ব্যাটালিয়ন ২৫ বিজিবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নিজ হাতে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার, সংশ্লিষ্ট বিওপি কমান্ডারসহ ২৫ বিজিবি’র অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। পাশাপাশি চাউড়া কবি ছানাউল হক কলেজের অধ্যাপকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ শেষে সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত অধিনায়ক সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর সভাপতিত্বে একই স্থানে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিপুল সংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

সভায় মাদকের ভয়াবহতা, মাদক সেবনের ক্ষতিকর দিক, মাদকদ্রব্য পাচার প্রতিরোধের উপায়, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী জনগণকে এসব অপরাধ প্রতিরোধে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাশাপাশি সীমান্ত অতিক্রম, মাদকদ্রব্য পাচার ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা বদ্ধ পরিকর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দুই বাংলার অর্ধশত শিল্পীর কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে দিনা মন্ডলের ‘সমানে সমানে’

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Update Time : 07:33:08 pm, Tuesday, 6 January 2026

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের চাউড়া কবি ছানাউল হক কলেজ মাঠে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে বিপুল পরিমাণ শীতবস্ত্র বিতরণ এবং জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বছরব্যাপী আর্তমানবতার সেবায় অসহায় ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য নানাবিধ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করে।

কর্মসূচির অংশ হিসেবে চাউড়া কবি ছানাউল হক কলেজ মাঠে শতাধিক দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ, সিগন্যালস্ অধিনায়ক সরাই ব্যাটালিয়ন ২৫ বিজিবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নিজ হাতে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার, সংশ্লিষ্ট বিওপি কমান্ডারসহ ২৫ বিজিবি’র অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। পাশাপাশি চাউড়া কবি ছানাউল হক কলেজের অধ্যাপকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ শেষে সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত অধিনায়ক সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর সভাপতিত্বে একই স্থানে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিপুল সংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

সভায় মাদকের ভয়াবহতা, মাদক সেবনের ক্ষতিকর দিক, মাদকদ্রব্য পাচার প্রতিরোধের উপায়, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী জনগণকে এসব অপরাধ প্রতিরোধে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাশাপাশি সীমান্ত অতিক্রম, মাদকদ্রব্য পাচার ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা বদ্ধ পরিকর।