
আজ ৬ই জুলাই ২০২৫ রবিবার জাকের পার্টি অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি মহিলা ফ্রন্টের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (র:) ছাহেব তাৎপর্যময় এ দিনে জাকের পার্টি মহিলা ফ্রন্ট প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠার শুরু থেকেই ইসলাম ও গনতন্ত্রের ভারসাম্যপূর্ণ গতিশীল সংস্কৃতির বিকাশ সাধনে নারী জাগরণ, নারী অধিকার, স্বতন্ত্র মর্যাদা, স্বকীয়তা, সহজাত ঔদার্য্যবোধ ও চেতনার মিশেলে নারীর প্রতি যথাযথ শ্রদ্ধা, সম্মান ও সমীহ করার বোধ তৈরী, পর্দার ভিতরে থেকে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখা, সর্বোপরি নারীর ক্ষমতায়নে জাকের পার্টি মহিলা ফ্রন্ট নিরবচ্ছিন্ন কাজ করে চলছে।
মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী শাহীনা ফয়সল অসামান্য দৃঢ়তা, সঙ্কল্প, প্রতিশ্রুতি ও হার না মানা প্রত্যয়ে নারী শক্তির জাগরণে উদাহরন তৈরী করেছেন।