
গত ২ জুলাই ২০২৫ (বুধবার) তারিখে বাঘা থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেফতার করেছে। অভিযানে ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ একাধিক অপরাধে জড়িতদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১। মোসাঃ বিউটি বেগম (৫০), স্বামী- মোঃ ছারেত, সাং- কলিগ্রাম। তার নিকট থেকে ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
২। মোঃ বায়োজদ বোস্তামী (১৯), পিতা- মোঃ শফিউল আলম, সাং- জোত কাদিরপুর। তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি একটি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জানা গেছে।
৩। মোঃ সোহানুর রহমান (২৮), পিতা- মোঃ দিদার হোসেন, সাং- আমোদপুর;
৪। মোঃ শান্ত নূর (১৬), পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং- ধন্দহ (সরকারপাড়া), থানা- বাঘা, জেলা- রাজশাহী। এদের বিরুদ্ধে আইনের সঙ্গে সংঘর্ষে জড়িত থাকা ও বলৎকার মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য:
ফেন্সিডিল: ৩ বোতল
ইয়াবা ট্যাবলেট: ৫৫ পিস
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং অদ্য ৩ জুলাই ২০২৫ তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে প্রেরণ করা হয়েছে বলে বাঘা থানা ( ওসি) আসাদুজ্জামান জানিয়েছে।