Dhaka 4:26 am, Saturday, 12 July 2025

বরগুনায় গভীর রাতে বাড়িতে হামলা গৃহবধূকে জখম, থানায় মামলা

গত ২৯ জুন ২০২৫ রাতের প্রথম প্রহরে ২/৩ জন ডাকাত ছদ্মবেশে বরগুনার ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক গ্রামের আঃ বারেক এর বাড়িতে ধারালো অস্ত্র সহ হামলা করে। এসময় গৃহকর্তা বাড়িতে ছিলেন না। ধারলো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে গৃহবধূ সাজেদা বেগম মারাত্মক ভাবে আহত হন। ডাকাতরা নৃশংস ভাবে আহত করে সোনা গহনা সহ মূল্যবান মালামাল নিয়ে যায়। ডাকাতদের মধ্যে শফিকুল নামে একজনকে সনাক্ত করেন এবং তার স্বীকার উক্তি মতে লিটন নামে আরও একজনকে নিয়ে বরগুনা থানা আজ একটি মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে মামলার বাদি সাজেদা বেগমের স্বামী বলেন, ১নং আসামী শফিকুল এর ভাষ্যমতে লিটন নামের একজন পুলিশ সদস্য ছুটিতে বাড়ী এসে তার সাথে এ কাজে অংশ নেয়। এ ব্যাপারে বরগুনা থানায় যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা পেয়ে একটি মামলা গ্রহন করা হয়েছে। তবে পুলিশ সদস্য লিটনের অভিযোগ টি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানান। উল্লেখ্য যে পুলিশ সদস্য লিটন ঢাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরী করেন।

এদিকে বাদিপক্ষের অভিযোগ অজ্ঞাত নামা আরও কয়েকজন শফিকুলের সাথে ছিল। তাদেরকেও যথাযথ আইনের আওতায় আনা ও কঠিন শাস্তি দাবী করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহীদুল ইসলাম ভুঁইয়াকে জাকের পার্টির সংবর্ধনা

বরগুনায় গভীর রাতে বাড়িতে হামলা গৃহবধূকে জখম, থানায় মামলা

Update Time : 06:19:03 pm, Thursday, 3 July 2025

গত ২৯ জুন ২০২৫ রাতের প্রথম প্রহরে ২/৩ জন ডাকাত ছদ্মবেশে বরগুনার ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক গ্রামের আঃ বারেক এর বাড়িতে ধারালো অস্ত্র সহ হামলা করে। এসময় গৃহকর্তা বাড়িতে ছিলেন না। ধারলো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে গৃহবধূ সাজেদা বেগম মারাত্মক ভাবে আহত হন। ডাকাতরা নৃশংস ভাবে আহত করে সোনা গহনা সহ মূল্যবান মালামাল নিয়ে যায়। ডাকাতদের মধ্যে শফিকুল নামে একজনকে সনাক্ত করেন এবং তার স্বীকার উক্তি মতে লিটন নামে আরও একজনকে নিয়ে বরগুনা থানা আজ একটি মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে মামলার বাদি সাজেদা বেগমের স্বামী বলেন, ১নং আসামী শফিকুল এর ভাষ্যমতে লিটন নামের একজন পুলিশ সদস্য ছুটিতে বাড়ী এসে তার সাথে এ কাজে অংশ নেয়। এ ব্যাপারে বরগুনা থানায় যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা পেয়ে একটি মামলা গ্রহন করা হয়েছে। তবে পুলিশ সদস্য লিটনের অভিযোগ টি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানান। উল্লেখ্য যে পুলিশ সদস্য লিটন ঢাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরী করেন।

এদিকে বাদিপক্ষের অভিযোগ অজ্ঞাত নামা আরও কয়েকজন শফিকুলের সাথে ছিল। তাদেরকেও যথাযথ আইনের আওতায় আনা ও কঠিন শাস্তি দাবী করেন।