
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের চাউরা কবি সানাউল হক কলেজে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার, ২৬ জুন সকাল ১০টায় কলেজের ৪র্থ তলায় আলোচনা সভা কক্ষে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল ২৫ বিজিবি’র লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জাব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, এবং চাউরা কবি সানাউল হক কলেজের অধ্যক্ষ এহসান আহমেদ রানা।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা, সিংগারবিল ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন,
মাদক সেবন রোধ করি, সুস্থ-সুন্দর জীবন গড়ি। আসুন, সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলি। মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বক্তব্যে আরও উঠে আসে কিছু গুরুত্বপূর্ণ বার্তা:নিয়ে সবার উদ্দেশ্যে বলেন।
“মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন।”
“নেশার ফাঁদে যারা পড়ে, তারা সব হারায়।”
“মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। তাদের আইনের আওতায় আনতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।”
সর্বশেষ বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জাব্বার বলেন,“মাদক একটি সামাজিক ব্যাধি। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও গোটা সমাজকে ধ্বংস করে দেয়। তাই নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন। অবৈধ মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন।