
রাজবাড়ী গোয়ালন্দে ৪৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ি কে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সোহরাব মন্ডল পাড়া গ্রামের মৃত কুব্বাত শেখের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলো (৪৯)।
গোয়ালন্দ ঘাট থানা প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মো. মাহাবুল করিম সংগীয় অফিসার ও ফোর্স সহ আজ ২৪ জুন রাত প্রায় ১টার দিকে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ইউপির ৫ নং ওয়ার্ড সোহরাব মন্ডল পাড়া এলাকার মাদক ব্যবসায়ি দেলোয়ার হোসেন ওরফে দেলোর বসতঘরের বারান্দা থেকে উপরোক্ত আলামত সহ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে, গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার দুপুরেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।