
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় ২০ জুন (শুক্রবার) ভোররাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মালিকবিহীন চোরাচালানী পণ্য জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৪টার দিকে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।
অভিযানে জব্দকৃত চোরাচালানী মালামালের মধ্যে রয়েছে: মোবাইল ডিসপ্লে: ৬৩৬ পিস
ভারতীয় আইবল ক্যান্ডি: ১,১৯৫ পিস
বিভিন্ন প্রকার কসমেটিকস: ২০৮ পিস
জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য দাঁড়ায় ৪৪ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা। এসব মালামাল আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়াও একই দিনে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ মুকুন্দপুর বিওপি’র একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় তৈরি ইস্কফ সিরাপের ১২২ বোতল জব্দ করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাতে কোনো ধরণের চোরাচালান বা মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে ২৫ বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
মোঃ শামীমা মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ 
















