
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও বাজার সংলগ্ন চান্দুরা-টু আখাউড়া সড়ক দীর্ঘ তিন মাস ধরে বেহাল অবস্থায় রয়েছে। এ সড়কটি হাজারো মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, রাস্তাটির অসংখ্য স্থানে গর্ত এবং ভাঙাচোরা অংশের কারণে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে—পানি জমে রাস্তাটি একপ্রকার মরণফাঁদে পরিণত হয়।
দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন থেকে শুরু করে স্থানীয় কৃষক, শ্রমজীবী ও শিক্ষার্থীদের চলাচলেও মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
এমতাবস্থায়, জনদুর্ভোগ লাঘব এবং জানমালের নিরাপত্তার স্বার্থে দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।