
ফরিদপুরের সদরপুরে জাকের পার্টির মগসন প্রতিষ্ঠাতা মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (কূঃ ছেঃ আঃ ) ছাহেবের ওফাত স্মরণে দু’দিনব্যাপী বিশ্ব ইসলামী সম্মেলন তথা বিশ্ব ফাতেহা শরীফ-২০২৫ শুরু হচ্ছে ৩০ এপ্রিল বুধবার থেকে।
সদরপুরের ২২ রশি মিল মাঠে ২দিনের সম্মেলনের সকল ধরণের প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে এবং সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত ও আশেকানদের জমায়েত শুরু হয়েছে। জাকের পার্টি চেয়ারম্যান ও বিশ্ব জাকের মঞ্জিল ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল-এর সরাসরি তত্বাবধানে ও পরিচালনায় বিশ্ব ইসলামী সম্মেলনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে।
৩০ এপ্রিল মাগরিবের পর নফল নামাজের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। উক্ত ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জাতির উদ্দেশ্য বক্তব্য রাখবেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ছাহেব। মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্ব শান্তি ও গাজার মুসলিম ভাই-বোনদের জন্য বিশেষ দোয়ার আয়োজন থাকবে।