
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২৭ (সাতাশ) লিটার দেশীয় তৈরী মদ সহ মো. আজগর আলী (৪২) নামে ০১ জন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে এ বিষয়টি জানান গোয়ালন্দ ঘাট থানারঅফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম। আটককৃত মাদক কারবারি হলো: রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়া পতিতাপল্লী জিয়া সরদার এর বাড়ীর এ/পি।
সে সিরাজগঞ্জ জেলা শাহাদাতপুর থানা চক কৃষ্ণপুর কায়েমখোলা গ্রামের জামাত আলী সরদারের ছেলে আজগর আলী (৪২)।
প্রেসনোটে জানানো হয় যে, বুধবার দিবাগত রাত ১০:৪৫ ঘটিকার সময়ের দিকে অফিসার ইনচার্জ (ওসি )মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মো. মাহাবুল করিম সংগীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তারপর গোয়ালন্দ ঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পূর্ব পাড়া পতিতাপল্লী জিয়া সরদার (৪০), পিতা-কুদ্দুস সরদার, সাং-ছৈদালপাড়া,৭ নং ওয়ার্ড, থানা-গোয়ালন্দ ঘাট, জেলা-রাজবাড়ী এর বাড়ীর পশ্চিম পার্শ্বের আসন করা কক্ষের মধ্যে হইতে ২৭ (সাতাশ) লিটার দেশীয় তৈরী মদ সহ ০১ জন মাদকব্যবসায়ীকে আলামত সহ গ্রেফতার করে পুলিশ। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তাছাড়া মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়।গ্রেফরকৃত আসামীকে বৃহস্পতিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছ বলে তিনি জানান।