
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে তোফায়েলনগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
৩১মার্চ সকাল ৮ টার দিকে ঈদ উল ফিতরের দিন সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডের ছয়টি দোকান পুড়ে ছাই গেছে।
যাদের দোকান পুড়েছে তারা হলেন মনির ডাক্তারের ফার্মেসী, জাহার মিয়ার মুদি দোকান, জাহাঙ্গীর ডাক্তারের ফার্মেসি লোকমান টেইলার্স, কালু টেইলার্স এবং বাতেনের সবজির দোকান।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে দোকান বন্ধ করে রাতে বাড়িতে যায়। পরের দিন ঈদ উদযাপনের জন্য যখন সবাই ব্যস্ত তখন হঠাৎ সকালে খবর পাই দোকানে আগুন লাগছে। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে।
ছয়টি দোকানে প্রায় অর্ধ কোটি টাকার চেয়ে বেশি মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানান।
খবর পেয়ে বিজয়নগর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানগুলোতে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।