
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ২৫ ইং পালিত হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা ও শহীদ মিনারে পূস্পস্তবক অর্পণ করা হয়। তারপর নানা কর্মসূচি মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর বেলা ১১ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জাতির শেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা সদস্যদের ফুল সংবর্ধনা দেন এবং ১২৬ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সন্মাননা প্রদান করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চলনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ও বক্তব্য রাখেন ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।
মোহাম্মদ রাকিবুল ইসলাম অফিসার ইনচার্জ গোয়ালন্দ ঘাট থানা। আঃ সামাদ মোল্লা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোয়ালন্দ উপজেলা। আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সকল সদস্য সহ শত শত জনগণ উপস্থিত ছিলেন । পরিশেষে গোয়ালন্দ উপজেলার মাঠে উপজেলার প্রশাসন বনাম সাংবাদিকদের সাথে প্রীতী ফুটবল খেলা অনুষ্ঠিত হয় উভয় দলে শুন্য গোলে খেলা শেষ হয় এবং সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।