
একসাথে একই বাড়িতে দুটি ফ্রিজিং গাড়িতে রাখা দুটি লাশ। একটি মায়ের, আরেকটি তার আদরের ছেলের। একই সাথে মা-ছেলের জানাজা ও দাপন হয়েছে। এমন বিরল মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামে। বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ নেতার বৃদ্ধ মা’র মৃত্যুর খবর পেয়ে ছেলে হার্ট অ্যাটাক করে হাসপাতালে নেওয়ার পথে ছেলে মৃত্যু বরণ করেন।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বার্ধক্যজনতি কারণে মা কদবানু (৯০) মৃত্যু বরণ করেন। মায়ের মৃত্যুর ৩ ঘন্টা পর দুপুর দেড়টায় ঢাকা হসপিটালে নেওয়ার পথে ক্যান্সার রোগে আক্রান্ত ছেলে সাদেকুল ইসলাম ছাদির (৬৫) হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন।
আজ মঙ্গলবার জোহর নামাজের পর উপজেলার চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজ মাটে মা-ছেলের জানাজা করা হয়। পরে একই সাথে মা-ছেলের দাপন করা হয়। মৃত সাদেকুল ইসলাম ছাদির উপজেলা আওয়ামীলীগের সদস্য ছিলেন এবং বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামে সাবেক গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির উপজেলার রাজনৈতিক কার্যালয়ের মালিক ছিলেন তিনি। এক পরিবারের মা ছেলের এক দিনে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।