Dhaka 2:33 pm, Friday, 11 July 2025

কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় এবং নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বানির মাধ্যমে দিবসের সূচনা, সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭ টায় স্বাধীনতা স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ২য় অধিবেশন শুরু হয়। পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় অভিবাদন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
পরে জাতীর বীর সন্তান মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।
উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম ও উপজেলা ভেটেরিনারি সার্জন মামুন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তনিমা আফ্রাদ বলেন, মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানে আমরা স্বাধীন একটি দেশ উপহার পেয়েছি। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে দেশপ্রেমের কোন বিকল্প নেই। নিজ নিজ জায়গায় সততা এবং নিষ্ঠার পরিচয় দিয়ে দেশের উন্নয়নে বিস্তর ভ‚মিকা রাখতে হবে।
তিনি উপস্থিত সকলকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও জাতীয় দিবসে আগত সকলকে শুভেচ্ছা। আসুন দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করি। আগামীর সুন্দর ভবিষ্যত নিশ্চিত করি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাষ্টার, জেলা জামায়াতে ইসলামীল শুরা ও কর্মপরিষদ এবং আইন ও সমাজ কল্যাণ পরিষদের সদস্য মুখলেছুর রহমান, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থ, অভিভাবকবৃন্দ, নানা শ্রেনী পেশার মানুষ, সাধারণ দর্শনার্থী সহ উপজেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ।
পরে কুচকাওয়াজে অংশ নেওয়া বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দীর্ঘদিনের অবহেলায় জনদুর্ভোগ সিঙ্গারবিল টু কাশিনগর সড়ক

কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Update Time : 03:11:55 pm, Wednesday, 26 March 2025
গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় এবং নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বানির মাধ্যমে দিবসের সূচনা, সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭ টায় স্বাধীনতা স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ২য় অধিবেশন শুরু হয়। পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় অভিবাদন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
পরে জাতীর বীর সন্তান মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।
উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম ও উপজেলা ভেটেরিনারি সার্জন মামুন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তনিমা আফ্রাদ বলেন, মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানে আমরা স্বাধীন একটি দেশ উপহার পেয়েছি। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে দেশপ্রেমের কোন বিকল্প নেই। নিজ নিজ জায়গায় সততা এবং নিষ্ঠার পরিচয় দিয়ে দেশের উন্নয়নে বিস্তর ভ‚মিকা রাখতে হবে।
তিনি উপস্থিত সকলকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও জাতীয় দিবসে আগত সকলকে শুভেচ্ছা। আসুন দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করি। আগামীর সুন্দর ভবিষ্যত নিশ্চিত করি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাষ্টার, জেলা জামায়াতে ইসলামীল শুরা ও কর্মপরিষদ এবং আইন ও সমাজ কল্যাণ পরিষদের সদস্য মুখলেছুর রহমান, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থ, অভিভাবকবৃন্দ, নানা শ্রেনী পেশার মানুষ, সাধারণ দর্শনার্থী সহ উপজেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ।
পরে কুচকাওয়াজে অংশ নেওয়া বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।