
কুমিল্লার নাঙ্গলকোটে আলমাস ডেনিম ফ্যাশন চৌকুড়ী প্রিমিয়ার লিগ-২০২৫ ৬ষ্ট তম আসরের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা মঙ্গলবার বিকেলে উপজেলার ঢালুয়া ইউনিয়ন চৌকুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় অংশগ্রহন করেন মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদাস ইউনিয়ন ক্লাব।
হামজা টেক্সটাইল চেয়ারম্যান হাজী ওমর ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন মজুমদার।
ছাত্রনেতা গাজী ফয়েজ আহমেদ শিপন ও সাব্বির মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য আব্দুল হান্নান ভূঁইয়া, সদস্য আবু হানিফ মিয়া, ঢালুয়া ইউনিয়ন যুবদল নেতা কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস্য কাজী গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বাহরাইন জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক সভাপতি আইয়ুবের রহমান ভূঁইয়া,চৌকুড়ী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওবায়েদুল হক, ঢালুয়া ইউনিয়ন যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া, যুবদল নেতা কামাল হোসেন, সাইফুল তালুকদার, বেলাল হোসেন মহাজন, সাবেক যুগ্ম আহবায়ক গাজী সোহেল, ৯নং ওয়ার্ড চৌকুড়ী সাবেক মেম্বার গাজী শাহাদাত হোসেন, ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতি সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, যুবদল নেতা গাজী মাহবুবুল হক মাহবুব, ইলিয়াস হাবিব ভূঁইয়া, আবু ইউসুফ,ঢাকা বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক বাবলু পাটোয়ারী, মনির আহাম্মদ ভূঁইয়া, সোহরাব হোসেন জয়,ইষা ক্যারিয়ার সার্ভিস স্বত্বাধিকারী নুরুল ইসলাম ইরু প্রমূখ।
খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চৌকুড়ী সিপিএল-২০২৫ চেয়ারম্যান গোলাম রসুল শ্রাবণ।
মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ট্রাইবেকারে ০/১ গোলে হারিয়ে ব্রাদাস ইউনিয়ন ক্লাব বিজয় লাভ করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।