
জাকের পার্টি ছাত্রফ্রন্ট ও ছাত্রীফ্রন্ট উদ্যোগে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী মহোদয় এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মিরপুর রূপনগরে দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়
এসময় উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক ভূইয়া শুভ, জাকের পার্টি রূপনগর থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী শেখ,জাকের পার্টি ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি রাশেদুল ইসলাম বাবু, জাকের পার্টি ছাত্রীফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদিকা হামিদা ইসলাম রিনি।
এ সময় রাশেদুল ইসলাম বাবু বলেন জাকের পার্টি ৩৫ বছর ধরেই মানুষের কল্যাণে রাজনীতি করেছে জাকের পার্টি কোনদিনও যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য হুন্ডা গুন্ডা দিয়ে ভোট ক্রয় করার জন্য রাজনীতি করেনি। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের মূল এজেন্ডাই হল দয়াল নবী রাসুলে পাক (সাঃ) এর প্রেমের রঙে মানুষকে রঙিন করে পবিত্র মানুষে রূপান্তর করা। দেশের সমস্ত কিছু যদি স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেওয়া হয় অথচ মানুষের মধ্যে মনুষত্বই না থাকে তাহলে কি লাভ হবে। কোনদিনও কি শান্তি আসবে, আসবেনা। জাকের পার্টি মনুষত্বের কথা বলে।
তিনি আরো বলেন জাতীয় ঐক্য রচনায় একজন অন্য জনকে ছাড় দেওয়া ছাড়া দ্বিতীয় কোন পথ নাই। প্রেম সৌহার্দ্য সম্প্রীতি এই আহবান ই আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ সত্যের বিজয় অবশ্যম্ভাবী এই প্রেমের তড়িতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আসতেই হবে।