
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় শনিবার ঢালুয়া ঈদগাহ মাঠে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঢালুয়া ইউনিয়ন বিএনপি নেতা ও ঢালুয়া বাজার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মমিন সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি প্রভাবশালী নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মৌকরা ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহআলম ভূঁইয়া।
ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোহাম্মদ পেয়ার আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌকরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নাঙ্গলকোট হাপানিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, নাঙ্গলকোট উপজেলা জাসাস সভাপতি জসিম উদ্দিন, তাঁতী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ঢালুয়া ইউনিয়ন যুবদল নেতা আলমগীর হোসেন, বেলাল হোসেন,ঢালুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, ঢালুয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড সভাপতি আবুল হাসেম, ৪নং ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন,ঢালুয়া ইউনিয়ন ওলামা দলের সাবেক সভাপতি মানিক হুজুর, ছাত্র দল নেতা ওসমান গনি বাবু, তারেখ হোসেন, নাজিম উদ্দীন, ঢালুয়া ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা আবু তাহের, রুহুল আমিন ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।