
ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট ও বাস টার্মিনাল পরিদর্শন করলেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন। তিনি দৌলতদিয়া ঘাট পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের সাথে সাক্ষাৎ করেন এবং প্রশ্নের জবাবে বলেন, এবারের ঈদ যাত্রায় নেই কোনো প্রকার যানজট, নেই অনিয়ম, নেই চাদাবাজি, নেই ছিনতাই । কোনো রকম হয়রানী ও ভোগান্তি ছাড়াই ঘরমুখী মানুষ বাড়িতে ফিরছেন।
শনিবার (২৯ মার্চ) দুপুরের দিকে দৌলতদিয়া ঘাট ও পাটুরিয়া নৌরুটে ফেরি সার্ভিস, বাস ও অন্য যানবাহন সুষ্ঠুভাবে চলাচল করন এবং বাসকাউন্টার সঠিক ভাবে পরিচালনা করন নিশ্চিতকরণে দৌলতদিয়া ঘাট পরিদর্শককালে এ কথাগুলো বলেন তিনি। এ ছাড়া তিনি আরো বলেন, এ বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। কোনো প্রকার অতিরিক্ত ভাড়া আদায় করার সুযোগ এই ঈদ যাত্রায় নেই । প্রত্যেক বাস কাউন্টারে টাঙিয়ে দেওয়া হয়েছে প্রতি জেলার গন্তব্যে যাওয়ার ভাড়া নির্ধারণ। ছিনতাই কারীদের বিরুদ্ধে সারাশি অভিযান পরিচালনা করেছি। ইতিমধ্যে যৌথ বাহিনী, থানা পুলিশ ও নৌ পুলিশ, অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, চাদাবাজদের আটক করেছে। দৌলতদিয়া ফেরিঘাট, লঞ্চ ঘাট এলাকায় বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ।
রাজবাড়ী জেলা পুলিশ সুপারের ফেরিঘাট পরিদর্শনকালে আরো সঙ্গে ছিলেন মো. আবু রাসেল, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রাকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ গোয়ালন্দ ঘাট থানা , মোঃ মফিজুল ইসলাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনর্চাজ প্রমুখ।