
গতকাল বিকাল ৩টা ইসলামপুর বাজারে প্রধান কার্যালয় সংলগ্ন ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য হাজী নুর আলম, সহ ক্যাশিয়ার মনজিল খান ও আলিনগর আইডিয়াল কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা ও শিক্ষক জনাব আলী আজম এর যৌথ সঞ্চালনায়। এবং সংগঠনের উপদেষ্টা ফারুক মিয়ার সভাপতিতে, স্বাগতিক বক্তব্য রাখেন সংগঠনের সহ ক্যাশিয়ার মঞ্জিল খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ সফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ইমরান খান, ইসলামপুর পুলিশ ফাঁড়ির আইসি রাজিব, মুন্সী আসাদুজ্জামান আসাদ, মোঃ আতাউল্লাহ, কেনা ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ছাদেকুর রহমান আবন মাস্টার, ফতেহপুুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক হামিদুল্লাহ খান, আফজাল মেম্বার, মোহন, সেজান সাজানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বুধন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠন একটি রাজনৈতিক মুক্ত একটি সংগঠন। যা ২০২০ সালে এ৫০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে করোনা মহামারির সময় আত্মপ্রকাশ হয়। সংগঠনের শুরু থেকে এই পর্যন্ত প্রায় ২৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়।