
ব্রাহ্মণবাড়িযার বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর আয়োজনে “সুশাসন প্রতিষ্ঠা, সমাজের সঠিক অগ্রগতির জন্য নিরপেক্ষ সাংবাদিকতার প্রয়োজনীয়তা” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্তের সভাপতিত্বে ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ এ কে আজাদ। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা।
সাংবাদিক মাওলানা সিরাজুল ইসলাম এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হীরা আহমেদ জাকির।
সাংবাদিক কেফায়েতুল ভূইয়া, শাহনেওয়াজ শাহ ও মহিউদ্দিন রুবেল এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউছুফ ভূঁইয়া, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আকবর আলী, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিজয়নগর উপজেলা শাখার সভাপতি এবিএম মোরশেদ কামাল, বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন মুন্সি, উপজেলা বিএনপির সদস্য আব্দুস সাত্তার , হেফাজতে ইসলাম বাংলাদেশ এর বিজয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা কাওছার আহমেদ, প্রচার সম্পাদক মাওলানা কবির আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নুরুল হক নিয়াজ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা প্রকৌশলী, ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ, মজনু মেম্বার, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর বিজয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি নুরুল ইসলাম সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোবাশ্বির হুসাইন, মাওলানা শিহাব উদ্দিন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিজয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম ভূইয়া, জামাতে ইসলাম বাংলাদেশ চান্দুরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, সাতগাঁও মানব সেবা যুব সংঘের সভাপতি নিয়াজ মোহাম্মদ আল আমিন, বিজয়নগর উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি মনির বিন মোবারক, ট্রাভেলিং টিম অব বিজয়নগর পরিচালক রেজুয়ান আহমেদ, মোহাম্মদ নুরু উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিলন মৃর্ধা, তিতাস তিতাস ফ্রেন্ডস এসোসিয়েশন এর প্রধান নির্বাহী আজিজুল ইসলাম আসলাম, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম ফেরদৌস, শাহ আলম, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাকারিয়া মোল্লা, খেলাফতে মজলিশের নেতা মোঃ জিয়াউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জহিরুল ইসলাম, আব্দুল কাইয়ুম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কাজী মিজানুর রহমান, স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মোঃ জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ ও শাহীন আলম প্রমুখ।
উক্ত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন পেশাজীবি, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ইফতার শেষে ডাঃ এ কে আজাদ সহকারী অধ্যাপক থেকে সদ্য পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হওয়ায় বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর পক্ষ থেকে ফুল ও ক্রেস দিয়ে সাংবাদিকরা শুভেচ্ছা জানান।