
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরার আকস্মিক উপজেলার গুরুত্বপূর্ণ চম্পকনগর বাজার সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
এ সময় তিনি চম্পকনগর গরুর বাজার, তোহা বাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ যথাযথ কর্তৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার চম্পকনগর গরুর বাজার, তোহা বাজার, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গা বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জমির হোসেন দস্তগীর, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক উমেদা বেগম চৌধুরী, মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, নুরপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব কৃষ্ণ সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরীফ দস্তগীর, চম্পকনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা পরিদর্শন কালে সাংবাদিকদের জানান, আগামী রবিবার উপজেলাতে সার্ভেয়ার যোগদান করার পরে বাজারের জমি পরিমাপ করে মাটি ভরাটের কাজ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও বাজারের বর্জ যত্রতত্র না ফেলে সুস্থ ব্যবস্থাপনার জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
অন্য বাকি সমস্যার গুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ গ্রহন করা হবে বলে তিনি জানান।