
রাজবাড়ী জেলা জাকের পার্টি সেচ্ছাসেবক ফ্রন্টের ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম কুদ্দুস সরদার ওরফে জিনাত মাষ্টার আজ ২৩ শে মার্চ তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহ —— রাজেউন) মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। আজ বাদ জোহর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ঘাট জাকের পার্টির কার্যালয়ে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য মোহাম্মদ আলী বিস্বাস কাঞ্চন সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি। গোলাম মহিউদ্দিন সরদার সাধারণ সম্পাদক গোয়ালন্দ উপজেলা জাকের পার্টি। আঃ লতিফ মন্ডল সাংগঠনিক সম্পাদক গোয়ালন্দ উপজেলা জাকের পার্টি। মোঃ আজিজুল হক মুন্সী সাধারণ সম্পাদক দৌলতদিয়া ইউনিয়ন জাকের পার্টি। মোঃ সুরুজ খান সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি যুব সেচ্ছাসেবক ফ্রন্ট। মোঃ মোক্তার হোসেন সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি যুব ফ্রন্ট। মোঃ মজনু শেখ সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট। আঃ হালিম মোল্লা সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি মৎস্যজীবি ফ্রন্ট সহ সকল নেতৃ বৃন্দ বক্তব্য রাখেন এবং সকলে শোক প্রকাশ করেন ।
মরহুমের জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা আঃ ছালাম জেহাদি সাধারণ সম্পাদক ফরিদপুর সাংগঠনিক বিভাগ জাকের পার্টি ওলামা ফ্রন্ট।উক্ত জানাজা নামাজে জেলা উপজেলা পৌর ইউনিয়ন জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ এবং স্হানীয় লোকজন সহ শত শত জনগণ উপস্থিত ছিলেন।