
রাজবাড়ীর গোয়ালন্দে সকল প্রকার মাটি, বালু উত্তোলন, পরিহণ,ও বিক্রি বন্ধ ঘোষণ করা হয়েছে। মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান এ ঘোষণা দেন।
উক্ত মাসিক সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মোঃ আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার( ভূমি)। মোহাম্মদ রাকিবুল ইসলাম অফিসার ইনচার্জ গোয়ালন্দ ঘাট থানা। ডাঃ সৈয়দা তাসনুভা মারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। মোঃ. খোকন উজ্জামান কৃষি কর্মকর্তা গোয়ালন্দ উপজেলা। মো. রুহুল আমিন সমাজসেবা অফিসার গোয়ালন্দ। মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম। মুহম্মদ নজির হোসেন মোল্লা প্রভাষক গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজ। রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোন্দকার মাহবুবুল আলম জুয়েল ও সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক প্রমূখ। বক্তা গন তাদের বক্তব্যে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা হতে পদ্মা নদীর বালু অবৈধভাবে উত্তোলন করে যাচ্ছে সে কথা তুলে ধরেন। আলোচনায় নদী ভাঙন ও পরিবেশ দূষনের বিষয়টি উঠে আসে। আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল প্রকারের বালু উত্তোলন, পরিবহন ও বিক্রি বন্ধ ঘোষণা করেন।
আলোচনায় আরো সিদ্ধান্ত গৃহীত হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর কে কেন্দ্র করে দৌলতদিয়া ঘাটে পরিবহন সিন্ডিকেট, চুরি, ছিনতাই যাত্রী দের হয়রানি সহ যে কোন ধরনের নাশকতা বন্ধ করা, মাদক, ইভটিজিং, বাড়তি দামে পন্য বিক্রি নিয়ন্ত্রন সহ বিভিন্ন দিকে তদারকি করতে হবে।