
বিশিষ্ট শিল্পপতি স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নবীনগরের কৃতি সন্তান রিপন মুন্সির মহতি উদ্যোগে টিয়ারা গ্রামের বিবাদমান দুটি গ্রুপ খুনাখুনি থেকে রক্ষা পেলেন।
দীর্ঘদিনের বিরোধে জড়িয়ে ছিলেন প্রভাবশালী দুটি পক্ষ
বিটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হোসেন আহমদ ও জাকির মাজন, অপরপক্ষ আতিকুল হক শিশুর মাঝে এই বিরোধ চরম খুনা খুনির পর্যায়ে চলে গিয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানীতে
ঠিক সেই মুহূর্তে বিশিষ্ট শিল্প উদ্যোক্তা দানবীর মহান ব্যক্তি কাইতলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতা গ্রামের বিশিষ্ট এই ব্যক্তি শান্তির লক্ষ্যে দুই হাত বাড়িয়ে দুটি পক্ষকে আহ্বান জানালেন ঘটনা নিরসনের লক্ষ্যে। এই মহান ব্যক্তির আহবানে সাড়া দিয়ে দুটি পক্ষই আজ ৩০ মে বৃহস্পতিবার প্রচন্ড প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও একযোগে মীমাংসা সভাতে উপস্থিত হন।
উক্ত মীমাংসা সভায় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, স্থানীয় চেয়ারম্যান আল ইমরান এলাকার বিশিষ্ট শালীশি বৃন্দ সহ সমাজের সর্বস্তরের লোকজন।
মীমাংসা সবাটি অত্যন্ত সুন্দর সাবলিল পরিবেশে সমাধান হয়। ভবিষ্যতে পক্ষ গুলো আর কোন ধরনের ঝগড়াঝাটিতে লিপ্ত হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন
হুমায়ূন কবীর, নবীনগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধিঃ 















