
গাজীপুরে সড়ক বিভাগের রাস্তায় এলাকার নাম ভুল করে ফলক দেয়ার কারণে বিভ্রান্তিতে পড়ছেন চালক,যাত্রী ও স্থানীয়রা।
গাজীপুর মহানগরীর টঙ্গী-কালিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) গাজীপুরের আওতাধীন নির্মিত রাস্তায় পূবাইল স্টেশন বাজার এলাকার নাম ভুল করে ফলকে দেওয়া হয়েছে পূবাইল বাজার।অথচ পূবাইল স্টেশন বাজার থেকে পূবাইল বাজারের দূরত্ব প্রায় ২ কিলোমিটার।ফলে এই সড়কে চলাচলকারীরা গন্তব্যসহ নানা বিভ্রান্তিতে পরছেন।
টঙ্গী থেকে কালিগঞ্জ সড়ক সংস্কারের পর করা এই ভুল নামফলক প্রায় অর্ধযুগ হয়ে গেছে কিন্তু তা এখনও স্থানীয় জনপ্রতিনিধি বা দ্বায়িত্বশীল কারও নজরে পরেনি।বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় জনসাধারণ।
এই ভুল নামের কারণে দূর থেকে পূবাইল বাজারে আসা অনেকেই পড়ছেন বিভ্রান্তিতে এবং দৈনিক ঢাকা-সিলেট এই বাইপাস সড়ক দিয়ে যাতায়াত করা হাজার হাজার যাত্রীরা পাচ্ছেন ভুল স্থানের পরিচিতি।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয়দের। তারা ক্ষোভ প্রকাশ করে ভুল সংশোধন করার দাবি জানিয়েছেন।
এসব নাম করণের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের সমন্বয়ে করা হয় সেক্ষেত্রে ভুল হওয়ার কোনো সুযোগ থাকেনা।
অভিযোগ করে পূবাইল বাজারে অবস্থিত মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থী জান্নাতুল সরকার শিপা জানান,এই ভুল নামের জন্য আমি অনেক বার ভোগান্তির শিকার হয়েছি।অনলাইনে প্রোডাক্ট অর্ডার করার পর ডেলিভারির সময় দেখা গেছে ডেলিভারি ম্যান স্টেশন বাজার এসে দাড়িয়ে আছে নামফলক দেখে।আমার প্রায় দুই কিলো পথ পাড়ি দিয়ে বহুবার পন্য আনতে হয়েছে।
পূবাইল বড় কয়ের গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম ছোটন জানান, আমি এর সরাসরি ভুক্তভোগী। উবারে করে ঢাকা থেকে আসার সময় ম্যাপে এই জায়াগায় আসার পর ড্রাইভারকে কোনভাবেই বুঝাতে পারিনি যে পূবাইল বাজার আরো কমপক্ষে দেড় কিলো সামনে।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম জানান,এর জন্য সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলতে হবে।আমি বিষয়টি দেখবো।
এমন ভুল এবং দীর্ঘদিন সড়কের নাম ফলক পরিবর্তন না করার ব্যাপারে জানতে চাইলে সওজ গাজীপুর বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাশিদুল হাসান বলেন,আমি এখন হেড অফিসে আছি,অফিসে গিয়ে আমাদের যারা সাইনবোর্ড দেয় তাদের বিষয়টি জানাবো।