
গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি খায়রুল আহসান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মিত্র। এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন ক্রীড়ায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।