Dhaka 7:31 am, Friday, 18 July 2025

চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০

গাজীপুর মহানগরীতে ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির শাখা ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল ও যুবদলের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রবিবার দুপুরে যৌথ বাহিনীর পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের কারও হাতে হ্যান্ডকাফ ও কারও কোমড়ে দড়ি বেঁধে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ইসমাইল হোসেন (৪০), সদস্য মকবুল হোসেন (৪৩), ভোলা সদরের মো. জাহাঙ্গীর (৪০), দক্ষিণ সালনা এলাকার কবির হোসেন (৩২), বরিশালের শফিকুল ইসলাম (৩৬), ঢাকার মহিউদ্দিন (৩০), রংপুরের শাহিন ভূঁইয়া (৩৭), ভোলার পলাশ হাওলাদার (৩১) এবং নীলফামারীর রেজাউল করিম (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়াবাড়ী হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে ‘সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র একটি শাখা অফিস রয়েছে। ওই শাখার ব্যবস্থাপক সোহেল রানা অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতা তার কাছে ফোনে ও সরাসরি মাধ্যমে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেন তারা।

এ ঘটনায় গাজীপুর সদর থানাসহ যৌথ বাহিনীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন সোহেল রানা। অভিযোগের ভিত্তিতে র‌্যাব, পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। পোড়াবাড়ী র‍্যাব ক্যাম্পের আশপাশের এলাকা ঘিরে চলে এই অভিযান।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হোসেন বলেন, ‘চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র সচেতন সমাজ’র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০

Update Time : 11:37:48 pm, Sunday, 11 May 2025

গাজীপুর মহানগরীতে ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির শাখা ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল ও যুবদলের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রবিবার দুপুরে যৌথ বাহিনীর পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের কারও হাতে হ্যান্ডকাফ ও কারও কোমড়ে দড়ি বেঁধে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ইসমাইল হোসেন (৪০), সদস্য মকবুল হোসেন (৪৩), ভোলা সদরের মো. জাহাঙ্গীর (৪০), দক্ষিণ সালনা এলাকার কবির হোসেন (৩২), বরিশালের শফিকুল ইসলাম (৩৬), ঢাকার মহিউদ্দিন (৩০), রংপুরের শাহিন ভূঁইয়া (৩৭), ভোলার পলাশ হাওলাদার (৩১) এবং নীলফামারীর রেজাউল করিম (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়াবাড়ী হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে ‘সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র একটি শাখা অফিস রয়েছে। ওই শাখার ব্যবস্থাপক সোহেল রানা অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতা তার কাছে ফোনে ও সরাসরি মাধ্যমে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেন তারা।

এ ঘটনায় গাজীপুর সদর থানাসহ যৌথ বাহিনীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন সোহেল রানা। অভিযোগের ভিত্তিতে র‌্যাব, পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। পোড়াবাড়ী র‍্যাব ক্যাম্পের আশপাশের এলাকা ঘিরে চলে এই অভিযান।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হোসেন বলেন, ‘চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।