
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর পূর্ব পাড়া মৃত চামু মিয়া সরদারের ছোট ছেলে মোঃ সিরাজ মিয়ার বাড়ির রাস্তা শুভ উদ্বোধন করা হয়েছে।
২ এপ্রিল (বুধবার) সন্ধ্যায় নুরপুর পূর্বপাড়া কোরিয়ান বাড়ির নতুন রাস্তাটি পাঁচ ভাইয়ের নিজ অর্থায়নে বাবার নামে রাস্তাটি ফিতা কেটে ‘সিরাজ মিয়ার বাড়ির রাস্তাটি’ শুভ উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, সহসভাপতি মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হীরা আহাম্মেদ জাকির, দপ্তর শাহনেওয়াজ শাহ, কোষাধ্যক্ষ কেফায়তুল ভূঁইয়া, প্রচার সম্পাদক মহিউদ্দিন রুবেল, শিক্ষা ও পাঠাগার সম্পাদক পলাশ কুমার দাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম গোলাম কিবরিয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মোঃ সিরাজ মিয়া বলেন দীর্ঘ ২০ বছর ধরে রাস্তাটি নিয়ে আমার স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন আমার ছেলেরা বাস্তবায়ন করলো। আমাকে খুশি রাখার জন্য তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে রাস্তার জায়গা কিনে রাস্তাটি উদ্বোধন করেন। এতে আমি খুব আনন্দিত এবং খুশি। আপনারা সকলেই আমার ছেলেদের জন্য দোয়া করবেন।